২৪৯৫

ডানহাত সামর্থ্য ও শক্তির প্রতীক, এই আয়াতের দ্বারা ইহাই বুঝায় যে, ইব্‌রাহীম (আঃ) মূর্ত্তিগুলিকে খুব জোরে আঘাত করিলেন এবং টুকরা টুকরা করিয়া ফেলিলেন ইয়ামীন শব্দ দ্বারা প্রতিজ্ঞাও বুঝায়, সেক্ষেত্রে এই আয়াতের অর্থ হইবে, নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্যই বরাহীম(আঃ) মূর্তিগুলি ভাঙ্গিয়া ফেলিলেন।