২৪৯৩

কথাবার্তা যুক্তিহীন ও বিফলপথে অগ্রসর হওয়ার কারণে, ইব্‌রাহীম(আঃ) তাঁহার স্বজাতির লোকদিগকে বলিলেন, তিনি নিজেকে অসুস্থ বোধ করিতেছেন। অতএব এখন তাহাকে একা ছাড়িয়া, তাহাদের চলিয়া যাওয়াই ভাল। ‘ইন্নি সাকীম’ এর অর্থ ইহাও হইতে পারে, তোমাদের মিথ্যা খোদার উপাসনা দেখিতে দেখিতে আমি কাতর হইয়া পড়িয়াছি অথবা তোমাদের মিথ্যা মা’বুদকে খোদার মত উপাসনা করার কারণে, আমি মনে খুব ব্যথা পাইতেছি।