২৪৯২

মনে হয় ইব্‌রাহীম (আঃ) ও তাঁহার স্বজাতীয় লোকদের মধ্যে ঐশী-গুণাবলী সম্বন্ধে আলাপ-আলোচনা ও তর্কবিতর্ক গভীর রাত্রি পর্যন্ত চলিয়াছিল।আলোচনা ফলোদয় না হওয়ায়, ইব্‌রাহীম(আঃ) বিষয়টাকে সংক্ষিপ্ত করিতে চাহিলেন। তিনি আকাশে তারকার দিকে তাকাইয়া ইঙ্গিত দিলেন, কথাবার্তা বহু দীর্ঘয়িত হইয়াছে, রাত্রিও খুব গভীর হইয়াছে। অতএব, এখন বিতর্ক বন্ধ হওয়া উচিৎ।