২৪৯১

দেখা যায়, মানুষ অন্য একজন মানুষের উপরে ঐশী-গুণাবলী আরোপ করিয়া তাহার পূজায় লাগিয়া যায়, অথবা প্রাকৃতিক বস্তু-নিচয় যথাঃ চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা ইত্যাদির পূজায় আগ্রহী হইয়া উঠে। এমনকি প্রস্তর, মৃত্তিকা ও কাষ্ঠদ্বারা নিজ হাতে নির্মিত পুতুলেরও পূজা করে। তাছাড়া পিতৃপুরুষগত আচার-আচরণ, চাল-চলন কুসংস্কার এমন কি স্বকীয় বাসনা-কামনা ইত্যাদিরও পূজা করিয়া থাকে।