‘ঈনুন’ হইল আইনা-এর বহুবচন (অর্থ হইল সুন্দর ও ডাগর চক্ষুবিশিষ্ট পবিত্র স্ত্রীলোকগণ)। সুন্দর ও ভাল শব্দ এবং বাক্যকে ‘ঈনুন’ বলা হয়ঃ ‘আরযুন আইনায়ু’ অর্থ সবুজ বা কৃষ্ণমাটি (লেইন)। ইতিহাস সাক্ষ্য দিতেছে যে, উপরোক্ত আশীর্বাদসমূহ মুসলমানগণ লাভ করিয়াছিলেন। তাহারা উদ্যানসমূহ লাভ করিয়াছিলেন, সিংহাসনে বসিয়াছিলেন, শক্তি ও ক্ষমতা তাহাদের হাতে আসিয়াছিল, তাহারা হালাল আরাম-আয়েসের অধিকারী হইয়াছিলেন, তাহারা আয়তলোচন অনিন্দ্যসুন্দরী রমণীগণকে স্ত্রীরূপে লাভ করিয়াছিলেন এবং সর্বোপরি তাহাদের প্রতি আল্লাহ্ সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহ্র প্রতি সন্তুষ্ট (৫৮ঃ২৩)। ইহাই ছিল তাহাদের বিরাট সফলতা।