২৪৬২

যে ক্ষেত্রে আল্লাহ্‌ মানুষের যাবতীয় দৈহিক অভাব ও প্রয়োজন মিটাইবার ব্যবস্থা করিয়াছেন, সে ক্ষেত্রে ইহা কল্পনা করা যুক্তি-যুক্ত হয় না যে, তিনি মানুষের আধ্যাত্মিক প্রয়োজন ও অনটন মিটাইবার অনুরূপ ব্যবস্থা করেন নাই। বর্তমান ও পরবর্তী কয়েকটি আয়াতে এমন কতক বস্তুর উল্লেখ করা হইয়াছে যাহা সাধারণতঃ মানুষের জীবন-ক্ষেত্রে দৈনন্দিন ব্যবহাত হইয়া থাকে।