জীবনধারী সকলেই ক্ষয়, জরা ও বার্ধক্যপ্রাপ্ত হয়। একথা ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি জাতিসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যক্তির মত জাতিও উন্নতি করিতে করিতে উন্নতির শিখরে উঠে। অতঃপর ক্রমাবনতি, জরা ও মৃত্যু প্রাপ্ত হয়।
জীবনধারী সকলেই ক্ষয়, জরা ও বার্ধক্যপ্রাপ্ত হয়। একথা ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি জাতিসমূহের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যক্তির মত জাতিও উন্নতি করিতে করিতে উন্নতির শিখরে উঠে। অতঃপর ক্রমাবনতি, জরা ও মৃত্যু প্রাপ্ত হয়।