অবিশ্বাসীগণের পাপ যখন নিশ্চিতভাবে প্রমাণিত হইয়া যাইবে, তখন তাহারা একেবারে নির্বাক হইয়া পড়িবে, মুখে কথা সরিবে না, যেন কেহ তাহাদের মুখ বদ্ধ করিয়া দিয়াছে। তাহাদের আত্মরক্ষার জন্য কিছুই বলার থাকিবে না। তাহাদের হাত-পা তাহাদের বিরুদ্ধে সাক্ষ্যদান করিবে। ঐ হাত-পাগুলিই সাধারণতঃ মানুষের সৎকর্ম ও অসৎকর্ম সাধনের প্রধান হাতিয়ার।মানুষের কথাবার্তা ও চাল-চলন এবং কর্মতৎপরতা সব কিছুই অবিকলভাবে আজকাল টেপরেকর্ডার, ভিডিও রেকর্ডার কিংবা টেলিভিশনের পর্দায় পূর্ণভাবে ব্যক্ত করা যায় হাজার হাজার মাইলের ব্যবধানও বাঁধ সাধে নাই। এইভাবে ইহজগতেই মানুষের জিহ্বা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তাহাদের স্বপক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করিয়াছে।