“শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে” দুই অর্থই হইতে পারে কিয়ামতের দিন শিঙ্গা বাজিয়া উঠিবে ইহাই প্রাথমিক অর্থ। রূপক বর্ণনা হিসাবে ইহার দ্বারা প্রতিশ্রুত ধর্ম-সংস্কারকের আগমনকেও বুঝায়, যাহার উদাত্ত আহ্বানে সাড়া দিয়া আধ্যাত্মিকভাবে মৃতব্যক্তিরা যেন কবর হইতে পুনরুত্থিত হয় এবং ধর্মের ঐশী-বাণী শোনার জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠে।