২৪৪১

এই বর্ণনাটা গোলাবর্ষণ, বোমাবর্ষণ অগ্নি-বোমা ও আণবিক বোমা-বর্ষণ ইত্যাদির উপর প্রযোজ্য বলিয়া মনে হয়। ভয়ঙ্কর শব্দে ইহারা নিপতিত হয়। সাথে সাথে যে ভয়ানক অগ্নি নামিয়া আসে, তাহা পতনস্থানও চারি পাশের সব কিছু জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করিয়া দেয়। মাইলের পর মাইল স্থান জুড়িয়া জীবনের অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায়।এইরূপ ভয়াবহ ধ্বংসলীলার প্রতিই সূরা কাহাফ ইঙ্গিত রহিয়াছে যে, যাহা কিছু উহার উপর আছে উহাকে আমরা নিশ্চয় বিরান ভূমিতে পরিণত করিব (১৮ঃ৯)।