২৪৩৪

তৃতীয় রসূল দ্বারা হযরত মুহাম্মদ (সাঃ),বুঝাইতে পারে যিনি মূসা ও ঈসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণী পূর্ণ করিয়া এই দুই নবীর সত্যতাকে সাব্যস্ত ও শক্তিশালী করিয়াছেন। তাঁহাদের ভবিষ্যদ্বাণীতে মুহাম্মদ (সাঃ)-এর গুণবিশিষ্ট একজন নবীর আগমনের উল্লেখ ছিল এবং তিনি আসিয়াছেন। (দ্বিতীয় বিবরণ— ১৮ঃ১৮, মথি- ২১ঃ৩৩-৪৬)। অপরদিকে তিনি ইব্‌রাহীম ও ইসমাঈল (আঃ) এই দুই নবীর সত্যতাও জোরদার করিয়াছেন, কেননা হযরত ইব্‌রাহীম ও হযরত ইসমাঈল (আঃ)-এর দোয়ার পরিণাম ও ফলস্বরূপ হযরত নবী করীম (সাঃ) আসিয়াছেন (২ঃ১২৯-১৩০)।