২৪২৮

এস্থলে ‘আগ্‌লাল’ দ্বারা পূর্বপুরুষাগত চালচলন, রীতিনীতি, কুসংস্কার ইত্যাদির বেড়ী ও শৃঙ্খলকে বুঝায়,যাহা অবিশ্বাসীদিগকে দৃঢ়বন্ধনে আবদ্ধ করিয়া রাখে ও মুক্তি দান করে না। ইহা সত্য গ্রহণের পথে এবং উন্নতির পথে বিরাট বাধা হইয়া থাকে।