২৪২৩

ঐশী ও পার্থিব নিয়ম-পদ্ধতির সুসংবদ্ধ বিন্যাস অনবরত সক্রিয় অবস্থায় থাকিয়া, সুসমন্বিতভাবে কাজ করিয়া চলিয়াছে, নিজ নিজ গতিপথে স্ব স্ব গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে। ইহাতে বিরোধ বা ব্যতিক্রম নাই। এই সুদৃঢ় মধুর সমন্বয় ও ঐক্য, জোরালোভাবে প্রকাশ করে যে, ইহার পিছনে এক সর্বশক্তিময়, বিজ্ঞানী-সত্তা কার্যরত রহিয়াছেন, দৃশ্য-অদৃশ্য সব কিছুই যাহার নিয়ন্ত্রণে রহিয়াছে। সেই সর্বশক্তিমান সত্তাই হইলেন আল্লাহ্‌, যিনি আমাদের সকলেরই ভক্তি-ভালবাসা ও ইবাদতের একমাত্র যোগ্য দাবীদার।