একজন বিশ্বাসীকে আধ্যাত্মিক জ্ঞান ও শৃঙ্খলার বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়া যাইতে হয়। প্রথম পর্যায়ে নিজের কুপ্রবৃত্তি ও ইন্দ্রিয় শক্তিকে পরাভূত করার জন্য ভীষণ যুদ্ধ করিতে হয় এবং সর্ব প্রকার স্বার্থ ত্যাগ করিতে হয়। দ্বিতীয় পর্যায়ে সে তাহার গন্তব্য পথের দিকে ধীরে ধীরে অগ্রগামী হইতে থাকে এবং গতি বৃদ্ধি করিতে থাকে। তৃতীয় পর্যায়ে, আত্মত্যাগ ও প্রবৃত্তি দমন তাহার স্বভাবের অঙ্গ হইয়া পড়ে এবং নৈতিক উন্নতির চরম স্তরে সে পৌঁছিয়া যায়। এখান হইতে জীবনের সর্বোচ্চ মার্গে উপনীত হইবার চেষ্টা ও গতি তীব্রতর ও বিরামহীন হইয়া থাকে।