২৪১৮

এই আয়াতের বর্ণিত বিষয়-বস্তু হইলঃ যখন শুষ্ক চৌচির মাটির উপর বৃষ্টি পতিত হয়, তখন কত রং বেরং এর শস্য, ফুল, ফল এই মাটিতে জন্মিয়া থাকে। ভিন্ন ভিন্ন জাতের, ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন আকৃতির হইয়া থাকে এই ফল-ফুলগুলি অথচ ইহারা সবই একই পানি দ্বারা সিঞ্চিত ও উৎপাদিত হইয়াছে। ফুল-ফলের মধ্যে এই যে বিভিন্নতা, বীজের ও মৃত্তিকা গুণের বিভিন্নতাই ইহার স্বাভাবিক কারণ। ঠিক তেমনিভাবে, যখন মানুষের উপর ঐশী-বাণী-রূপ পানি বর্ষিত হয়, তখন মানুষভেদে এই পানির ক্রিয়াও ভিন্ন ফল প্রকাশ করে। কেননা মানুষের হৃদয়-মৃত্তিকার প্রকৃতি বিভিন্ন ধরণের হওয়ায়, তাহারা একই ঐশী-বাণীকে ভিন্ন ভিন্ন রূপে গ্রহণ করিয়া থাকে।