২৪১৩

পূর্ববর্তী আয়াতে উপমার ভাষা এই আয়াতেও স্থান পাইয়াছে। ‘আন নাহার’ (দিবাকাল) দ্বারা শক্তি, উন্নতি ও প্রগতিকে বুঝাইয়াছে এবং ‘আল্ লায়ল’ (রাত্রিকালে) দ্বারা জাতীয় দীনতা, হীনতা ও অধঃপতনকে বুঝাইয়াছে।