এই আয়াতে একটি ভবিষ্যদ্বাণী রহিয়াছে বলিয়া মনে হয়। অতি সামান্য এক শুক্র-কীট হইতে যেমন সুসমন্বিত, সুগঠিত, পূর্ণাবয়ব মানুষ গড়িয়া উঠে, তেমনি দরিদ্র ও নগণ্য মুসলমানগণ একদিন এক বিরাট জাতিতে পরিণত হইবে। কোন নারী কখনও গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না, এইরূপে কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু দীর্ঘও করা হয় না এবং তাহার আয়ু কম করাও হয় না এই বাক্যাংশগুলির মধ্যে আরো একটি ভবিষ্যদ্বাণী লুক্কায়িত আছে। ইহাতে বলা হইয়াছে যে, মহানবী (সাঃ)-এর বিরুদ্ধবাদী শত্রুগণের বংশ লোপ পাইবে আর মুসলমানের সংখ্যা ক্রমেই বাড়িয়া চলিবে।