২৪১০

‘নুশূর’ (পুনরুত্থান) বলিতে এখানে নৈতিক ও আধ্যাত্মিকভাবে অধঃপতিত, মৃতবৎ একটি জাতির আধ্যাত্মিক পুনরুত্থানকে বুঝাইয়াছে। আয়াতটির তাৎপর্য হইল, বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে যেমন শুষ্ক-মৃত পৃথিবী ফুলে-ফলে সুশোভিত হইয়া উঠে, তেমনি ঐশী-বাণী-রূপ জীবন-প্রদায়ী পানি পাইয়া নৈতিক ও আধ্যাত্মিকভাবে শুষ্ক ও মৃতবৎ মানব জাতি, নূতন জীবনের স্পন্দন লাভ করিয়া জাগিয়া উঠিবে।