এই আয়াত মহানবী (সাঃ)-এর দাবীকে বাস্তবতার নিরিখে, নিরপেক্ষভাবে, ভাবাবেগ মুক্ত হইয়া, পরীক্ষা বা যাচাই করার আহ্বান জানাইয়াছে। বলা হইয়াছে যে, অবিশ্বাসীগণ যদি, বিদ্বেষ ও কুসংস্কার-মুক্ত মনে, সংখ্যা-গরিষ্ঠ জনতার প্রভাব-মূক্ত হইয়া, নবী করীম (সাঃ) সম্বন্ধে চিন্তা করে, তাহা হইলে তাহারা দেখিতে পাইবে যে, তিনি (সাঃ) পাগল কিংবা মানসিক ব্যাধি-গ্রস্ত নহেন।