আল্লাহ্র নবীগণ আসেন নির্যাতিত, নিপতিত, আশাহত মানবতাকে সমাজের সঠিক স্থানে উন্নীত করিয়া কায়েমী স্বার্থবাদীদের হাত হইতে তাহাদের ন্যায্য প্রাপ্য তাহাদের জন্য নিশ্চিত করিবার জন্য। আর এই কারণেই সকল যুগে ইহাই প্রত্যক্ষ করা গিয়াছে যে, নতুন ঐশী-বাণী আসার সাথে সাথে ধনী, সম্পদশালী, শক্তিধর ও প্রতিপত্তিশালীরা, তথা কায়েমী স্বার্থবাদী মহল নবীর বিরুদ্ধে লাগিয়া যায়।