২৩৮৭

সাবার অধিবাসীরা নিজেদের কুকর্মের দ্বারা শয়তানের ধারণাকে সত্যায়িত করিল। শয়তান সাবার লোকদের সম্বন্ধে এই ধারণা পোষণ করিয়াছিল যে, সে তাহাদিগকে বিপথগামী করিতে পারিবে। দুষ্ট লোক ও তাহাদের দুষ্কর্মের সম্বন্ধে শয়তানের এই ধারণার কথা ১৭৬৩ আয়াতে উল্লেখ আছে। সেখানে শয়তানকে এই কথা বলিতে দেখা যায় যে, অল্প সংখ্যক ছাড়া, (আদমের) বংশধরকে সে ধ্বংস করিয়া ছাড়িবে।