সাবাবাসীদের মুখের এই কথাগুলি ঐশী আদেশাবলীর প্রতি তাহাদের উদাসীনতা ও অবাধ্যতাকে চিত্রিত করিয়াছে। কৃতজ্ঞতাকে ছাড়িয়া কৃতঘ্নতার পথে অগ্রসর হওয়ার কারণে তাহাদের দুর্দিন ও দুর্দশা ঘনাইয়া আসিল। সম্পদ আহরণের ও অহোরাত্র চলার এই দীর্ঘ পথ পরিত্যক্ত ও জনহীন হইয়া গেল। “আমাদের সফরগুলির মধ্যে দুরত্ব সৃষ্টি করিয়া দাও” এই বাক্যটির তাৎপর্য হইল পথি-পার্শ্বে বহু শহর-বন্দর ও মঞ্জিল ধ্বংস হইয়া যাওয়ার ফলে থামিবার এক মঞ্জিল হইতে অন্য মঞ্জিলের দূরত্ব অনেক বাড়িয়া গেল ও নিরাপত্তা কমিয়া গেল।