২৩৮৩-ক

২৭ঃ২৩ আয়াতে উল্লেখিত হইয়াছে যে, সানা হইতে প্রায় তিন দিনের পথ দূরে ইয়েমেনের একটি শহর ছিল সাবা। সানাকে মাআরিবও বলা হইত। পুরাতন বিধানে এবং গ্রীক, রোমান ও আরবী সাহিত্যে, বিশেষভাবে দক্ষিণ আরবের খোদিত লিপিগুলিতে এই শহরের নামটির উল্লেখ প্রায়শঃ দৃষ্ট হইয়াছে। সাবার অধিবাসীদিগকে আল্লাহ্‌তা’লা বহু বহু আশীর্বাদে ভূষিত করিয়াছিলেন। সুখ-স্বাচ্ছন্দ্যে তাহাদের জীবন পূর্ণ ছিল। তাহারা উন্নত ও সভ্য ছিল। সেচ ব্যবস্থা ও বাঁধ নির্মাণ দ্বারা নদ-নদীর সদ্ব্যবহার করিয়া সারা দেশকে তাহারা বাগানে পরিণত করিয়াছিল। কৃষি-কর্মে সুবিধার জন্য এই খাল ও বাঁধের মধ্যে ‘মাআ’রিবের বাধ’ অত্যন্ত প্রসিদ্ধ ছিল (এনসাই অব ইসলাম, ৪র্থ খণ্ড, পৃঃ ১৬)। ফারওয়াহ বিন মালিকের বর্ণিত একটি হাদীসের উল্লেখ করিয়া তিরমিযী বলিয়াছেন যে, হযরত নবী করীম (সাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, সাবা কোন দেশের বা কোন মেয়েলোকের নাম কিনা। মহানবী (সাঃ) বলিলেন- ইহা কোন দেশেরও নাম নয় বা কোন স্ত্রীলোকের নামও নয়। ইহা ইয়েমেনের একজন লোকের নাম যাহার দশজন পুত্র ছিল। ছয়জন পুত্র ইয়েমেনেই থাকিয়া গেল আর চারিজন সিরিয়াতে গিয়া সেখানেই স্থায়ীভাবে রহিয়া গেল (তাজ)।