২৩৭৭

পূর্ববর্তী আয়াতের বিষয়টি এই আয়াতে আরও উন্নত ও বিস্তৃত আকারে ব্যক্ত করা হইয়াছে। বিষয়টি হইল, ভালই হউক আর মন্দই হউক, কোন কাজই ফলহীন হয় না। তাই, অবিশ্বাসীদিগকে সাবধান করা হইতেছে যে, ইসলামের প্রতি তাহাদের বিরোধিতা এবং মুসলমানদের প্রতি তাহাদের অত্যাচারের শাস্তি তাহাদিগকে ভুগিতেই হইবে।