হযরত মূসা (আঃ)-কে ভয়ানক মিথ্যা দুর্নামের শিকার বানানো হইয়াছিলঃ (১) কারূন একজন মেয়েলোককে এই মিথ্যা কথা বলার জন্য প্ররোচিত করিল যে, মূসা (আঃ) তাহার সহিত অবৈধ যৌন কাজে লিপ্ত ছিলেন, (২) হারূনের প্রভাব বৃদ্ধিতে ঈর্ষান্বিত হইয়া মূসা (আঃ) তাহাকে হত্যা করিতে চাহিয়াছিলেন, (৩) মূসা (আঃ) কুষ্ঠরোগ ও সিফিলিসে আক্রান্ত ছিলেন, (৪) সামিরী তাঁহাকে পৌত্তলিকতার অপরাধে অপরাধী সাব্যস্ত করিয়াছিল, (৫) তাঁহার ভগ্নীও তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনিয়াছিল।