পূর্ববর্তী আয়াতে অবিশ্বাসীদের নেতাগণের কথা বলা হইয়াছে, ‘উজূহ’ শব্দের এক অর্থ নেতাগণ। এখানে বড়-ছোট, নেতা-অনুসারী সকলের কথা বলা হইয়াছে। মানুষের প্রবৃত্তি ইহাই যে, নিজের দুষ্কর্মের দোষ সে পরের ঘাড়ে চাপাইতে চায়।
পূর্ববর্তী আয়াতে অবিশ্বাসীদের নেতাগণের কথা বলা হইয়াছে, ‘উজূহ’ শব্দের এক অর্থ নেতাগণ। এখানে বড়-ছোট, নেতা-অনুসারী সকলের কথা বলা হইয়াছে। মানুষের প্রবৃত্তি ইহাই যে, নিজের দুষ্কর্মের দোষ সে পরের ঘাড়ে চাপাইতে চায়।