২৩৭০

মদীনার মোনাফেক ও ইহুদীরা ইসলামের উন্নতির পথে সকল ধরণের বাধা-বিঘ্ন সৃষ্টির চেষ্টা করিতেছিল। এ কাজে তাহাদের হাতে সর্বাপেক্ষা বড় অস্ত্র ছিল ইসলামের ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও মিথ্যা কথা প্রচার করা। যখন কাফেরদের সম্মিলিত বাহিনী মুসলমানদের কাছে পরাজিত ও লাঞ্ছিত হইয়া পলায়ন করিল এবং মুসলমানদের রাজনৈতিক সম্মান ও শক্তি অসামান্যভাবে বৃদ্ধি পাইল, তখন তাহাদের এই মিথ্যাচারিতার কাজেও ভাঁটা পড়িয়া গেল। ‘লানুগরিয়ান্নাকা বিহিম’ এর অন্য অর্থ, আমরা তোমাকে তাহাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা বলিতাম অথবা তাহাদের উপরে তোমাকে ক্ষমতা দান করিতাম।