“এবং সুন্দরভাবে তাহাদিগকে বিদায় দাও” বাক্যটির তাৎপর্য হইল – (১) তালাক প্রাপ্তির কারণে স্ত্রীলোকের কোন বদনাম কিংবা অপমান হইয়াছে বলিয়া যেন মনে করা না হয়, (২) তালাক-প্রাপ্তা স্ত্রী তাহার কাবীনের ন্যায্য পাওনা হইতে যেন বেশীই-প্রাপ্ত হয়, (৩) তালাকের পর স্ত্রীলোকটি যাহাতে নিজেকে স্বাধীনভাবে পরিচালিত করিতে পারে, তাহা নিশ্চিত করিতে হইবে। এই স্বাধীনতায় কোন ভাবে যেন হস্তক্ষেপ করা না হয়।