২৩৬০

সৌরজগতের কেন্দ্র বিন্দু যেমন সূর্য, আধ্যাত্মিক জগতের সূর্য তেমনি মহানবী (সাঃ)।নবীগণ ও ঐশী-সংস্কারকগণের জন্য আকাশমণ্ডলের সূর্য তিনিই। নবী ও সংস্কারকগণ মহানবী (সাঃ)-কে ঘিরিয়া তাঁহারই চারিদিকে আবর্তিত হন এবং তাঁহারই কাছ হইতে আলো সংগ্রহ করিয়া থাকেন। মহানবী (সাঃ) বলিয়াছেন, আমার সাহাবীগণ প্রত্যেকেই এক একজন নক্ষত্র তাহাদের যেকোন একজনকে অনুসরণ করিবে তোমরা সঠিক পথ পাইবে (সগীর)।