২৩৪৫

এই আয়াতটি নবী করীম (সাঃ)-এর শিষ্যগণের স্থৈর্য, ধৈর্য, বিশ্বস্ততা ও একাগ্রতা এবং তাঁহাদের বিশ্বাসের দৃঢ়তা সম্বন্ধে এক স্মরণিকা বিশেষ। অন্য কোন নবীর অনুসারীরা বিশ্বস্ততা ও সৎকর্মশীলতার এত বড় প্রশংসাপত্র আল্লাহ্‌র কাছ হইতে পান নাই। প্রভু মুহাম্মদ (সাঃ) যেমন নবীগণের মধ্যে স্বীয় কর্তব্য পালনের দিক দিয়া অনন্য ও অদ্বিতীয়, তাঁহার সাহাবীগণও তেমনি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের দিক দিয়া অতুলনীয়।