২৩৪২

১৩ আয়াতে মোনাফেকদের মনের বিচিত্র অবস্থার বর্ণনা শুরু হইয়াছিল, বিশেষভাবে, বিপদগ্রস্ত অবস্থায় তাহাদের মানসিক পরিবর্তনের চিত্র তুলিয়া ধরা হইয়াছিল। আলোচ্য আয়াতে আসিয়া সেই বর্ণনা সম্পূর্ণ হইল। মোনাফেকরা ভীরু ও হীনমনা। তাহারা মিথ্যাবাদী এবং শপথ ও চুক্তি পালনে বিমুখ। তাহারা বিশ্বাস-ঘাতক, নিমকহারাম। তাহারা কৃপণ, হীনমনা ও লোভী। অল্প কথায়, তাহারা মো’মেনদের সম্পূর্ণ উল্টারূপ।