অবিশ্বাসীরা চতুর্দিক হইতে মদীনার উচ্চভূমি হইতে এবং চারিদিকের সমভূমি হইতে, দলের পর দল, বাহিনীর পর বাহিনী রুদ্ররোষে মুসলমানদের উপর লাফাইয়া পড়িল। ‘এবং আল্লাহ্ সম্বন্ধে তোমরা নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে’— এই কথাগুলি মোনাফেকদের সম্বন্ধে বলা হইয়াছে, দৃঢ়চিত্ত মুসলমানদের সম্বন্ধে নহে (দেখুন পরবর্তী ১৩ আয়াত)।