প্রকৃতির শক্তিসমূহ যথা ঝড়, বৃষ্টি ও শৈত্য আসিয়া কাফেরদের উপর ঝাঁপ্টাইয়া পড়িল, তাহাদের উৎসাহ-উদ্দীপনা একেবারে নিভাইয়া দিল এবং তাহারা শ্রান্ত-ক্লান্ত হইয়া কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িল। ‘জুনুদ’ বলিতে এখানে ফিরিশ্তার দলকেও বুঝাইতে পারে, যাহারা কাফেরদের মনে ভীতি ও মো’মেনদের মনে সাহস যোগাইতেছিল। উইলিয়াম মুইর বলেন, “তাহাদের পশু-খাদ্য যোগান ভীষণ কষ্টসাধ্য হইয়া উঠিল। নিজেদের খাদ্যেরও ঘাটতি দেখা দিল। প্রতিদিন বহু উট ও ঘোড়া মরিতে লাগিল। তাহাদের শ্রান্ত-ক্লান্ত ও হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে রাত্রি আসিয়া উপস্থিত হইল। অরক্ষিত তাবুগুলির উপর শীত, তুফান ও বৃষ্টি নিষ্ঠুরভাবে আছড়াইয়া পড়িতে লাগিল। ঘূর্ণিঝড় উত্থিত হইল। এমনকি তাহাদের আগুন নিভিয়া গেল। তাবুগুলি উড়িয়া গেল। বাসন-কোসন ও অন্যান্য সাজ-সরঞ্জাম একেবারে লণ্ডভণ্ড হইয়া গেল।” (লাইফ অব মোহাম্মদ)।