২৩৩২

৬ আয়াতের আদেশ সম্বন্ধে দ্ব্যর্থতা ও ভুল বুঝাবুঝির অবসান কল্পে আলোচ্য ৭ আয়াত কাজ করিতেছে। ৬ আয়াতে বলা হইয়াছিল, ‘তোমরা তাহাদিগকে তাহাদের পিতৃগণের (পুত্র) বলিয়া ডাক, আর সপ্তম আয়াতে, প্রকারান্তরে নবী করীম (সাঃ)-কে মো’মেনগণের পিতা গণ্য করা হইয়াছে। অতএব নবী করীম (সাঃ) ও মো’মেনগণের মধ্যে আধ্যাত্মিক সম্পর্কের তত্ব-কথা ব্যক্ত হইয়াছে।