মানুষ এমনই ভাবে সৃষ্ট যে, সে তাহার পুরাতন ধ্যান-ধারণা ও বিশ্বাস কোন মতেই ছাড়িতে চায় না, তাহাকে যতই বুঝানো হউক না কেন। আল্লাহ্র নবীগণের সকলেই এইরূপ সুনির্দিষ্ট বাধার সম্মুখীন হইয়াছেন যে, অবিশ্বাসীরা তাহাদের পূর্বপুরুষের মত ও পথ, বিশ্বাস ও ধারণা পরিত্যাগ করিতে প্রস্তুত নহে। প্রচলিত ধ্যান-ধারণা, অবিশ্বাস ইত্যাদি সহজে মরে না।