২৩০৫

ধর্মের সর্বপ্রথম ও সর্বপ্রধান মৌলিক শিক্ষা হইলঃ আল্লাহ্‌ এক। এই মূল মতবাদ হইতেই ধর্মের অন্যান্য ধর্মীয় আদর্শ ও নীতিমালা উৎসারিত হইয়াছে। আল্লাহ্ ব্যতীত অন্য কাহাকে বা অন্য কিছুকে উপাসনা করিয়া মানুষ কেবল নিজেকেই হেয় প্রতিপন্ন করে, নিজের সত্তার বিকাশে ও সম্প্রসারণে নিজেই বাধা প্রদান করে।