২৩০১

কুরআন একটি অত্যাশ্চর্য গ্রন্থ। ইহাতে বর্ণিত এমন কোন তথ্য, নীতি-আদর্শ ও তত্ব নাই, যাহা পুরাতন জ্ঞান-বিজ্ঞান দ্বারা কিংবা আধুনিক বৈজ্ঞানিক উদঘাটন ও আবিষ্কারাদির দ্বারা ভুল ও অসত্য বলিয়া প্রতিপন্ন হইয়াছে। শতাব্দীর পর শতাব্দী পার হইয়া সহস্রাধিক বৎসর অতিক্রান্ত হওয়া সত্বেও ইহাতে সামান্য ভুল-ভ্রান্তি বা ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয় নাই। এমনকি নব নব যুগের নব নব চাহিদার প্রেক্ষিতেও ইহাতে কোন অপূর্ণতা ধরা পড়ে নাই। ইহা চিরসত্যের পবিত্র গ্রন্থ।