কেবল মাত্র তাহাদের হৃদয়েই সীলমোহর মারা হয় যাহারা ঐশী সংস্কারকগণের মাধ্যমে আগত ঐশী-জ্ঞানকে স্বেচ্ছায় প্রত্যাখ্যান করে। অবিশ্বাসীর হৃদয়ের দ্বার বন্ধকরণ ক্রিয়াটি আপনাপনি সংঘটিত হইয়া থাকে, যখন ঐশী-জ্ঞানকে তাহার সম্মুখে বার বার যুক্তি সহকারে তুলিয়া ধরা সত্বেও সে তাহা অবহেলা করতঃ প্রত্যাখ্যান করিতে থাকে।