‘ইউসতা’তাবূন’ অর্থঃ (ক) ঐশী দ্বারে অগ্রসর হইবার অনুমতি তাহারা পাইবে না, (খ) তাহারা যে সব পাপাচার করিয়াছে তাহা শুধরাইবার অনুমতি পাইবে না, (গ) তাহাদের সমর্থনমূলক কোন ওজর-আপত্তি গ্রহণ করা হইবে না, (ঘ) তাহারা আল্লাহ্র অনুগ্রহের গণ্ডীর ভিতরে গৃহীত হইবে না। এই সকল অর্থই মূল ধাতু ‘আতাবা’র মধ্যে বিদ্যমান আছে।