২২৮৩

এই আয়াতে বলা হইয়াছে যে, একই মানব-গোষ্ঠির অন্তর্ভুক্ত হওয়া সত্বেও, প্রভু এবং তাহার ভৃত্য যেমন সমান বা সম-অধিকারী হয় না এবং প্রভু তাহার নিজের সম্পদ ভূতের সাথে বন্টন করিয়া অংশীদারিত্ব বরণ করে না, তেমনি আল্লাহ্ যিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা, তিনি এই বিশ্বের নিয়ন্ত্রণের ক্ষমতা কাহারও সাথে ভাগাভাগি করেন না। তিনি অংশীদারিত্বের সম্পূর্ণ উর্ধ্বে।