২২৮০

আকাশে বিদ্যুৎ-চমকানোর মধ্যেও মঙ্গল রহিয়াছে। ইহা বৃষ্টির আগমন বার্তা ঘোষণা করে যাহা জমিতে উর্বরতা ও ফসল আনয়ন করতঃ মানুষকে সম্পদশালী করে। বিদুৎ-চমকানো দ্বারা বহু প্রকারের রোগ-জীবাণু মারা পড়ে এবং ফসল বিনাশকারী পোকামাকড় ধ্বংস প্রাপ্ত হয়। তাই ভীতি-উৎপাদক হইলেও ইহা মানুষের বহু উপকারও সাধন করে। এইরূপে প্রকৃতির প্রতিটি বস্তু ঐশী পরিকল্পনা মোতাবেক ইহার স্বীয় কর্তব্য-কর্ম সম্পাদন করিয়া চলিয়াছে এবং সেই সুবাদে আল্লাহ্‌র অস্তিত্ব, আল্লাহ্‌র প্রজ্ঞা ও সর্বশক্তিমানতা ঘোষণা করিয়া যাইতেছে।