২২৭৫

ইতিহাসের পৃষ্ঠায় ইহা স্বর্ণাক্ষরে খচিত হইয়া রহিয়াছে যে, কেমন করিয়া একটি অধঃপতিত ও কুসংস্কারাচ্ছন্ন নগণ্য জাতি অতি অল্প দিনের মধ্যে ইসলামের যাদুস্পর্শে জাগতিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির চরম শীর্ষে উঠিয়া গেল। চরম অধঃপতিত আরব জাতি উন্নীত হইল সুসভ্যদেরও সর্বোচ্চে।