মহৎ উদ্দেশ্যের জন্য দুঃখ-কষ্ট ও আরামের উপকরণাদি হইতে বঞ্চিত অবস্থা বরণ করিয়া নেওয়া ছাড়া এবং আল্লাহ্র জন্য ত্যাগ স্বীকার করা ছাড়া যে জীবন তাহা ‘কেবল আমোদ-প্রমোদ ও ক্রীড়া-কৌতুক’— তাহা এক তুচ্ছ এবং লক্ষ্যহীন অস্তিত্ব অভীষ্ট সাধনে নিয়োজিত জীবন উহাই যাহা মহোত্তম উদ্দেশ্যে অতিবাহিত হয় এবং যাহাতে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া হয়, যেজন্য আল্লাহ্তা’লা মানবকে সৃষ্টি করিয়াছেন।