আযাবের নিদর্শনের (পূর্ববর্তী আয়াত দ্রষ্টব্য) জন্য অবিশ্বাসীদিগের আহ্বানে বর্তমান আয়াত বড়ই করুণা উদ্রেককারী এক জবাব দান করিয়াছে। ইহা তাহাদিগকে প্রশ্ন করিয়াছে, কেন তাহারা শাস্তির নিদর্শন দাবী করে যখন আল্লাহ্তা’লা কুরআনের আকারে তাহাদিগকে এক রহমতের নিদর্শন দান করিয়াছেন, যাহার উপর অনুশীলন করিয়া তাহারা শ্রেষ্ঠত্ব অর্জন করিতে পারে এবং পৃথিবীতে সম্মান এবং মর্যাদাপূর্ণ জাতিরূপে পরিগণিত হইতে পারে।