২২৬

যেহেতু সফল যুদ্ধ পরিচালনার জন্য টাকা-পয়সার প্রয়োজন, সেই হেতু ঈমানদারগণকে আল্লাহ্‌র পথে অর্থ ব্যয়ও মালী-কুরবানীর (আর্থিক উৎসর্গ) জন্য উৎসাহিত করা হইয়াছে। কেননা, এইরূপ ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় না করিলে, জাতি ধ্বংস হইয়া যাইতে পারে এবং ধর্মও বিপন্ন হইতে পারে।