‘যাক্বাবিহী যার’আন’ অর্থ সে ইহা করিতে অক্ষম হইল (লেইন)। আয়াতে বর্ণিত সংবাদবাহকগণ কাহারা ছিল এবং তাহাদের উদ্দেশ্য কি ছিল তাহা ১১ঃ৭০-৭১ এবং ১৫ঃ৬৮-৭২ আয়াতসমূহে বর্ণিত হইয়াছে। তাহাদের আগমন হযরত লুত (আঃ)-কে অসহায় এবং ব্যথিত করিয়াছিল, কারণ তাহার জাতির লোকেরা প্রকাশ্যে কুকর্ম করিতে অভ্যস্ত ছিল বলিয়া তাহারা তাহাদের শহরে অপরিচিত লোকের আগমন পসন্দ করিত না। সেই কারণে তাহারা হযরত লুত (আঃ)-কে বহিরাগত লোককে অভ্যর্থনা করিতে নিষেধ করিয়াছিল। তিনি ভয় পাইয়াছিলেন যে, তাহার লোকেরা তাঁহার অতিথিগণের সামনে তাঁহাকে অপমানিত করিতে পারে।