‘কাতা আত্ তরীক্বা’ অর্থ সে পথচারীগণের চলার পথকে বিপজ্জনক করিল এবং ইহা ব্যবহার করিতে বারণ করিল। কুরআন করীমের উক্তির মর্মার্থঃ (ক) তোমরা রাজপথে মুসাফিরদিগকে লুণ্ঠন কর (হযরত লূত-আঃ-এর জাতির লোকেরা রাস্তাঘাটে লোক-সম্মুখে নির্লজ্জ কাজ করিত), (খ) তোমরা প্রকৃতি-গত যৌন নিয়ম লংঘন কর এবং প্রকৃতি-বিরুদ্ধ অপরাধ কর।