‘মাওয়াদ্দাতা বায়নিকুম্’ উক্তির সম্ভাব্য অর্থঃ (১) সামাজিক আত্মীয়তা বা একে অন্যের ভালবাসা জয় করার আকাংখার ভিত্তি-স্বরূপ তোমাদের প্রতিমা-উপাসনার আদর্শ ও প্রথা, (২) প্রতিমা পূজার বিশ্বাস এবং রীতি-নীতিকে তোমরা একে অপরের প্রতি ভালবাসার ভিত্তি করিয়াছ, অর্থাৎ তোমরা তোমাদের গোত্রীয় পরিচয়ের অভিন্নতা অক্ষুন্ন রাখিতে বাছিয়া নিয়াছ প্রতিমা-উপাসনার বিশ্বাসকে।