২২৪০

সকল ধর্মের শিক্ষার আদ্যন্ত আল্লাহ্‌তা’লার একত্ব। মানবের প্রথম এবং শেষ আনুগত্য তাঁহারই প্রতি। অন্যান্য সকল বিশ্বস্ততা ইহার ফল এবং ইহারই অধীন। এমন কি পিতা-মাতার প্রতি মানুষের আনুগত্যের ক্ষেত্রেও আল্লাহ্‌র প্রতি নিখুঁত আনুগত্যকে ক্ষুন্ন করার অনুমতি দেওয়া হয় না।