২২৩৩

কাফেরদিগের অপরাধ এতই স্পষ্ট হইবে যে, উহা প্রমাণ করিবার জন্য আর কোন অনুসন্ধান করার প্রয়োজন হইবে না। অথবা ইহার অর্থ এই যে, পাপিষ্ঠদিগের পাপসমূহ এবং দুস্কৃতিসমূহ স্পষ্ট ও উন্মুক্ত বলিয়া তাহাদিগকে আত্মপক্ষ সমর্থন করিবার জন্য আর কোন সুযোগ দেওয়া হইবে না।